কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্সের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। গত আসরে কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও চিলিকে উড়িয়ে শিরোপা জিতল সেলেসাওরা।
রোববার (১৮ জানুয়ারি) ফাইনালে চিলিকে ৬-২ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে লেলেতি গার্সিয়া ও লিপাও পিনহেইরা দুটি এবং কেলভিন ওলিভেইরা ও ম্যাথিউস ডিডো একটি করে গোল করেন।
সাও পাওলোর অ্যালিয়েঞ্জ পার্কে ৪১,৩১৬ দর্শকের সামনে আক্রমণাত্মক ফুটবল খেলে দাপট দেখায় স্বাগতিকরা। যার সুফল পেতেও দেরি করতে হয়নি। ৮ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেলেতি গার্সিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এর মিনিট তিনেক পর লিপাও পিনহেইরা ব্যবধান দ্বিগুন করেন। এরপর অষ্টম মিনিটে ম্যাথিউস ডিডোর দলের হয়ে তৃতীয় গোল করেন।
এরপর চিলি দুই গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল। ইগ্নাসিও হেরেইরা পর ম্যাথিয়াস ভিদানগোসি গোল করেন। তবে আবারো তাদের ওপর চড়াও হয়ে আরও তিন গোল আদায় করে ব্রাজিল।
উল্লেখ্য, স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটের ভিত্তিতে ২০২৫ সালে শুরু হয় সেভেন এ সাইড ফুটবলের এই টুর্নামেন্ট।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com