রাঙ্গামাটি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে পহেল চাকমা উল্লেখ করেন, গত কাল রাতে অজ্ঞাতনামা দুইজন পাহাড়ি যুবক তাকে তার নির্বাচনী কার্যালয় থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা তাকে কবরক নামে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ভয়ভীতি দেখায়। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তার এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে বলেও প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এমনকি তাকে হত্যার ও হুমকি প্রদান করে।
পহেল চাকমার অভিযোগ করেন, এসব হুমকির কারণে তার স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের জীবন ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় জিডি করেন।
হুমকির ঘটনার পর তিনি রাঙ্গামাটি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছেও লিখিত আবেদন করে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনের আগে একজন স্বতন্ত্র প্রার্থীকে এ ধরনের হুমকির ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com