রাঙ্গামাটি:-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন- 'গণভোট শুধু আনুষ্ঠানিকতা নয়। এটা একটা রাষ্ট্রের চিন্তা। আমরা রাষ্ট্রকে কীভাবে দেখতে চাই। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে-এটাই আমাদের গণভোট। হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণের হাতে দেশের চাবি তুলে দিচ্ছি, তারা যেন এই চাবিটা ব্যবহার করে এই দেশ এবং জাতিকে আধুনিক রাষ্ট্রে নির্মাণ করতে পারে, এটাই আমাদের চিন্তা এবং এটা আমরা অ্যাডভান্স করতে যাচ্ছি'।
আজ (শনিবার, ১৭ জানুয়ারি) রাঙ্গামাটি অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন- 'হ্যাঁ ভোট ভবিষ্যৎ পার্লামেন্টকে বাধ্যবাধকতায় নিয়ে আসবে, আমরা তাদেরকে যেন নৈতিক পাহারাদার হিসেবে রাখতে পারি'। পরে জেলা প্রশাসনের চত্বরে বেলুন উড়িয়ে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা।
বিকাল তিনটায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপ্রধান ছিলেন জেলা প্রশাসক।
দুইঘন্টা স্হায়ী এই সভায় বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম, জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদ, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা। এতে গণভোট নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।
সুপ্রদীপ চাকমা বলেন -'হ্যাঁ ভোটের মাধ্যমে এই বাংলাদেশ আধুনিক রাষ্ট্র বিনির্মাণে সহায়ক হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আত্মমর্যাদা নিয়ে টিকে থাকতে পারে'। তিনি বলেন- 'এই নির্বাচনে গণমানুষ যেন উৎসাহ নিয়ে নিজের ভোট দিতে পারে, এজন্য প্রশাসন ও নিরাপত্তা সবসময় প্রস্তুত থাকবে। এছাড়া পুলিশের বডি ক্যামেরা থাকবে। ৯০ ভাগ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, যাতে কেউ ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারতে না পারে'।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com