রাঙ্গামাটি:‐ রাঙ্গামাটি শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কে গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে উল্টে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে কোতোয়ালি থানাধীন কামিলাছড়ি মগবান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এই ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গাছের গুঁড়ি বোঝাই করে মিনি পিকআপটি কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। কামিলাছড়ি এলাকার একটি খাড়া ঢালু রাস্তায় ওঠার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পেছনের দিকে গড়িয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা শ্রমিকরা গাছের গুঁড়ি ও পিকআপের নিচে চাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সাদেক ও মিলন চাকমাকে মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানান, নিহতদের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com