মোঃ ইমরান হোসেন,বাঘাইছড়ি, রাঙ্গামাটি প্রতিনিধি :- দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনযাত্রা সহজ করতে যেমন সড়ক নির্মাণ জরুরি, তেমনি প্রয়োজন মানবিক সহায়তা। সেই ভাবনা থেকেই রাঙ্গামাটির বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্পের পাশাপাশি মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত মাঝিপাড়া প্রকল্প ক্যাম্প (২০ ইসিবি) এর উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামছুল আলম (শাসম), এনডিসি, পিএসসি।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সড়ক পরিবহন উইংয়ের উপ-প্রধান শারমিন আক্তার, উপ-প্রধান (সংযুক্ত) নাসরীন সুলতানা, ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ ওয়াসিকুল ইসলাম, সীমান্ত সড়ক প্রকল্পের পিডি কর্নেল তানিম শাহরিয়ার, এএফডব্লিউসি, পিএসসি এবং ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন, পিএসসি।
শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম শেষে অতিথিবৃন্দ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন সীমান্ত সড়ক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় প্রকল্পের অগ্রগতি, গুণগত মান ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com