রাঙ্গামাটি:- রাঙ্গামাটি মেডিকেল কলেজে ‘শহীদ মনির হোসেন’-এর নামে একটি হল নামকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ—পিসিসিপি।
আজ রোববার (১১ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি মেডিকেল কলেজের গেটের সামনে এ কর্মসূচি পালন করে পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখা।
সমাবেশে বক্তারা বলেন, রাঙ্গামাটি মেডিকেল কলেজ চালুর প্রাক্কালে পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের হামলায় নির্মমভাবে নিহত হন মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়েই রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ বছর পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি। এমনকি মনিরের পরিবারকে সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ-সুবিধা বা পুনর্বাসনও দেওয়া হয়নি।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তারের উদ্যোগ নিলেই জেএসএস নামধারী এই গোষ্ঠী বাধা সৃষ্টি করে। শুধু শিক্ষা নয়—সড়ক যোগাযোগ, পর্যটন শিল্প ও সামাজিক অগ্রগতির পথেও তারা প্রতিবন্ধকতা তৈরি করছে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ও শিক্ষার্থী ও অভিভাবকদের হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তারা।
সমাবেশ থেকে পিসিসিপি নেতারা জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে ‘শহীদ মনির হোসেন’-এর নামে রাঙ্গামাটি মেডিকেল কলেজের একটি হলের নামকরণ করতে হবে, তার পরিবারকে পুনর্বাসন ও সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এবং একই ঘটনায় গুরুতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানান তারা।
দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com