রাঙ্গামাটি:- রাঙ্গামাটি-২৯৯ আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছে। নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ তার মনোনয়ন বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় বৈধ ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলার রিটারিং কর্মকর্তা।
এর আগে যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্রে ত্রুটি দেখিয়ে তা বাতিল করা হলেও প্রার্থী পহেল চাকমা আপিল করলে শুনানি শেষে তার পক্ষে রায় আসে। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন তিনি।
মনোনয়নপত্র বৈধতা ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে পহেল চাকমা বলেন, “আইনি প্রক্রিয়ার প্রতি আমার আস্থা ছিল। সাধারণ মানুষের সমর্থন নিয়েই নির্বাচনী মাঠে থাকতে চাই।”
এদিকে এ সিদ্ধান্তকে ঘিরে রাঙ্গামাটিতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com