মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশ খেললে ভারতের বাইরে খেলবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমনটা জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, ক্রীড়া উপদেষ্টা হিসেবে ড. আসিফ নজরুল যা বলেছেন, আমি সম্পূর্ণ সেটি সমর্থন করি। আমিও এটাকে এভাবেই দেখি যে, একজন ক্রিকেটার তো সেখানে (ভারত) যাবে, খেলবে, চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, তাহলে আমাদের টিম যাবে। শুধু টিমই যাবে না, টিমের সমর্থকরাও তো যাবে। লোকজন খেলা দেখতে যাবে। তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, আমরা কী করে বিশ্বাস করব যে তাদের নিরাপত্তা দেবে?
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এমনিতেই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী যে কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, তার প্রেক্ষিতে আসলে সত্যিকারার্থে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে সবাইকে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সেই হিসাবে আমরা আসলে খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব। যেখানে এই সমস্যা হবে না।
ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি বিষয়েরই কিন্তু কিছু নেতিবাচক প্রভাব থাকে। কিন্তু আমাদের স্বার্থ যেখানে আছে, যদি থাকে, তাহলে সেখানে আমরা কোনোকিছু নষ্ট করতে পারব না। এখানে আমাদের স্বার্থ আছে না যাওয়ার। কারণ, এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন, আমাদের স্বার্থ না যাওয়াতে। আমরা আমাদের লোকটাকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে স্বার্থ থাকে, আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি চাল রপ্তানি করে, আর আমাদের ব্যবসায়ীরা কিনে বিক্রি করে, তাতে আমি কোনো সমস্যা দেখি না।
এদিন সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশের নাম আসা ছাড়াও মিশনের নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে ভিসা ইস্যু বন্ধের বিষয়েও ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com