রাঙ্গামাটি:- রাঙ্গামাটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন নির্বাচনী পরিবেশ নাই এবং রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের ভূমিকা রহস্যজনক। তাই বিশ্বাসযোগ্য সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার মধ্যে রাঙ্গামাটি থেকে প্রত্যাহারের দাবি করেন বাংলাদেশের বিপ্লবী ওর্য়ার্কার্স পার্র্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।
বুধবার দুপুরে কোর্ট বিল্ডিং এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, বিপ্লবী যুব সংহতির জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা প্রমুখ।

জুঁই চাকমা আরো বলেন, রাঙ্গামাটির মানুষ অত্যান্ত নম্র এবং ভদ্র যাঁর কারণে নাজমা আশরাফীর মতো অতি দাম্বিক ও অসৌজন্য আচরণ করা লোক ডিসি হিসাবে দায়িত্ব পালন করলে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ থেকে যায়। আমরা ২০১৮ ও ২০২৪ সালের মতো সাজানো ও লোক দেখানো আরেকটি নির্বাচন হতে যাচ্ছে মনে করি।
তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আইন বহি:ভূত। তাদের মুক্তির দাবি জানান তিনি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com