বিএনপির গুলশান কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
এ সময় ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, রাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি জানিয়েছেন, সংখ্যালঘু বিভাজনে যেতে চায় না বিএনপি।
এদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বেগম খালেদা জিয়া যেমন নিরাপত্তা দিয়েছেন, তারেক রহমানের কাছেও তেমনটা চেয়েছেন।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী বলেন, রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে যেসব চ্যালেঞ্জ সামনে এসেছে সেগুলো নিরসন করে কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com