বিখ্যাত ডিজাইনার মানিশ মালহোত্রার ইন্সটাগ্রামে বলিউড স্টাইল আইকন রেখার একটি ছবি শোভা ছড়াচ্ছে। গাঢ় লাল রঙের পোশাকে ৭১-বছর বয়সী এই অভিনেত্রী আবারও প্রমাণ করলেন, স্টাইল আর রেখা—যেন একে অন্যের পরিপূরক।
রেখার পরনে বারগুণ্ডি-লালের ভেলভেট টিউনিক। গোল গলার টিউনিকের সঙ্গে তিনি মিলিয়ে পরেছেন সাটিন শাড়ি। টিউনিক আর শাড়িতে লালের বিভিন্ন শেড ফুটে উঠেছে।
এক্সেসরিজ
রেখা পড়েছেন ঐতিহ্যবাহী-স্টাইলের সোনার গয়না। গলায় শোভা পাচ্ছে নেকলেস, হাতে ব্রেসলেট, আর কানে বোল্ড রিং।
সাজ
রেখা গোলাপি আভার মেকআপ নিয়েছেন। সঙ্গে দেখা যাচ্ছে সোনালি হাইলাইট। রেখার ঠোঁটে স্থান পেয়েছে ক্লাসিক লাল লিপস্টিক। আর সিঁথিতে এক চিলতে সিঁদুর পরেছেন তিনি। বলিউডের এই চিরসবুজ নায়িকার চোখে চকচক করছে সোনালি আইশ্যাডো।
নায়িকার হাতে একটি পুটলি ব্যাগ। সবমিলিয়ে পরিপাটি রূপ ফুটে তুলতে চুলের সাজে বেছে নিয়েছেন আপ—টু হেয়ারস্টাইল। চুলগুলো টেনে উঁচুতে বেঁধে নেওয়ায় অনেক আত্মবিশ্বাসী লাগছে রেখাকে।
ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে মনিশ রেখাকে উপস্থাপন করেছেন একেবারে রাজকীয় লুকে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com