রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষদের চোখে-মুখে প্রিয় নেত্রীর প্রয়াণের বেদনা প্রতিফলিত হচ্ছিল।
বুধবার ( ৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর সরেজমিনে দেখা যায়, জানাজার পাঁচ ঘণ্টা আগেই হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেন। চারপাশ থেকে আরও মানুষ জানাজায় অংশগ্রহণ করতে আসছেন। নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, “বাড়ি থাকতে পারিনি। নিজের খরচে প্রিয় নেত্রীর শেষকৃত্যে অংশ নিতে ছুটে এসেছি।” অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, “এরকম দেশপ্রেমিক, সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কিনা জানি না। তাই শেষ বিদায় জানাতে চলে এসেছি।”
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সকল আয়োজন সম্পন্ন হয়েছে।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় জানাজা ও দাফন কার্যক্রমের জন্য সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com