ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তার মৃত্যুতে এই আসনগুলির তফসিল নতুন করে ঘোষণা করতে হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী, কোনো প্রার্থীর মৃত্যু হলে তার আসন নতুন করে নির্বাচনের জন্য তফসিল ঘোষণার প্রয়োজন পড়ে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত ঘোষণার আগে প্রার্থীর মৃত্যু ঘটলে নতুন তফসিলের প্রয়োজন হয় না।
বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তিনটি আসনে বিএনপির বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু খালেদা জিয়ার মনোনয়ন বৈধভাবে ঘোষিত হয়নি, তাই তিন আসনের তফসিল নতুন করে ঘোষণা করার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, একটি আসনে কোনো দল একাধিক প্রার্থী জমা দিতে পারে। প্রতীক বরাদ্দের আগে পর্যন্ত যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার মধ্যে যাকে দল থেকে প্রতীক দেওয়া হবে, তিনিই প্রার্থী বিবেচিত হবেন।
সুতরাং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর এই তিন আসনের নির্বাচনের তফসিলে কোনো পরিবর্তনের প্রয়োজন দেখা যাচ্ছে না।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com