রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের পাশে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীতারঘাট আটাশ বাগান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন ও স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার জানান, ঘটনাস্থলটি বন্যহাতির নিয়মিত চলাচলের পথ। রাতের আঁধারে হাতির একটি দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মানসিক ভারসাম্যহীন নারীটি তাদের সামনে পড়ে যান। এ সময় একটি হাতি তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যসহ ছুটে যান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল। তিনি বলেন, বন্যহাতির আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এলাকাবাসীর দাবি, কাপ্তাইয়ের বনসংলগ্ন সড়ক ও বসতিপূর্ণ এলাকাগুলোতে প্রায়ই বন্যহাতির চলাচল দেখা যায়। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com