রাঙ্গামাটি:- খ্রীষ্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে সমবেত প্রার্থনা ও কেক কাটা অনুষ্ঠান। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বন্ধু যীশুটিলা এলাকার সাধু যোসেফ ধর্মপল্লীতে এ আয়োজন করা হয়।
রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত প্রার্থনা সভায় প্রার্থনা পরিচালনা করেন ফাদার মাইকেল রয় ও সিষ্টার কাকলী গোমেজ। প্রার্থনায় যীশু খ্রীষ্টের জন্মের তাৎপর্য, শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে কেক কাটা হয়। কেক কাটেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকার খ্রীষ্টধর্মাবলম্বীরা অংশ নেন।
এদিকে বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় আসামবস্তী নির্মলা মারিয়া গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বড়দিন ঘিরে রাঙ্গামাটির খ্রীষ্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তি ও সম্প্রীতির বার্তায় দিনটি উদযাপন করছেন ধর্মপ্রাণ মানুষজন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com