রাঙ্গামাটি ডেস্ক:- রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় অবস্থিত পাংখুয়াপাড়া গির্জায় বড়দিন উপলক্ষে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদার করার লক্ষ্যে জুরাছড়ি জোনের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে।
বড়দিন উপলক্ষে জুরাছড়ি জোনের জোন কমান্ডার পাংখুয়াপাড়া গির্জা পরিদর্শন করেন। এ উপলক্ষে গির্জা প্রাঙ্গণে স্থানীয় হেডম্যান, কার্বারি, গির্জার ফাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই জোন কমান্ডারকে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে স্থানীয় শিশুদের পরিবেশনায় ধর্মীয় সংগীত পরিবেশিত হয় এবং গির্জার ফাদার পবিত্র বাইবেল থেকে অংশবিশেষ পাঠ করেন। এ সময় গির্জা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বড়দিন উদযাপনের অংশ হিসেবে জুরাছড়ি জোনের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং সকলের অংশগ্রহণে কেক কেটে বড়দিন যথাযথ মর্যাদা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়।
এ ধরনের সম্প্রীতিমূলক কর্মসূচির মাধ্যমে পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী কেবল নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়; বরং পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রেখে সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব ও সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com