রাঙ্গামাটি:- ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা রিটার্নিং অফিসারের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে মনোনয়ন জমা দেয় কোদাল মার্কার প্রার্থী জুঁই চাকমা। এসময় মূখ্য এজেন্ট নির্মল বড়–য়াসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে প্রার্থী জুঁই চাকমা বলেন, রাঙ্গামাটিতে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এজন্য কেন্দ্রগুলোতে যৌথ বাহিনী মোতায়েন করা প্রয়োজন। ভোট সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা চাইলেন জুঁই চাকমা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com