রাঙ্গামাটি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেছেন। রবিবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব সাহেদুল ইসলাম শাকিল, সদস্য মো. আবুল কাশেম,সুকুমার দেওয়ানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অপরদিকে পহেল চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব সাহেদুল ইসলাম শাকিল বলেন, আমরা শাপলা কপি প্রতীকে প্রার্থী প্রিয় চাকমা পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেছি। বিগত সময়ে নির্বাচনে যা হয়েছে তা থেকে আমরা পরিন্ত্রাণ পাবো। পাহাড়ি–বাঙালি সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলবো। আমরা জয়ের ব্যপারে আশাবাদী।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, যারা এখন পর্যন্ত ভোট দিতে পারে নি। সেই তরুন ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি জয়ী হয়ে ইতিহাস রচনা করতে চাই।
উল্লেখ্য, এছাড়া এই নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াত ইসলাম ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com