রাঙ্গামাটি---আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন। এতে সভাপতি হিসেবে যমুনা টেলিভিশনের রাঙ্গামাটি স্টাফ করেসপন্ডেন্ট এস এম শামসুল আলম, সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমা ও সাংগঠনিক সম্পাদক নিউজ২৪ চ্যানেলের স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে এটিএন বাংলার রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী,বিজয় টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি এম কামাল উদ্দীন, সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মো. আলমগীর মানিক, সহ-সভাপতি এসএ টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মো. সোলায়মান ও যুগ্ম সম্পাদক আর টিভির রাঙ্গামাটি প্রতিনিধি মো. ইয়াসিন রানা সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মো. জিয়াউল রহমান জুয়েল, সহ- সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ এর রাঙ্গামাটি স্টাফ রিপোর্টার মো. জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক দীপ্ত টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মিশু মল্লিক, নারী বিষয়ক সম্পাদক মোহনা টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনি ও প্রচার ও দপ্তর সম্পাদক এটিএন নিউজের রাঙ্গামাটি প্রতিনিধি মো. ইমতিয়াজ কামাল ইমনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়।
এছাড়া ২৬জন টেলিভিশনে কর্মরত সাংবাদিকগণকে রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
যমুনা টেলিভিশনের রাঙ্গামাটি স্টাফ করেসপন্ডেন্ট এস এম শামসুল আলম বলেন, রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন একটি আদর্শ নিয়ে কাজ করবে। বিশেষ করে যারা বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিত্ব করছেন রাঙ্গামাটিতে, তাদের নিয়ে এ সংগঠন তৈরি করা হয়েছে। এ সংগঠনে যারা অন্তর্ভূক্ত হয়েছেন কিংবা যারা অন্তর্ভূক্ত হবেন তাদেরকে একটি স্থানে ঐক্যবদ্ধ করা হবে। এটা বিশেষ করে সংবাদ প্রচারে সমন্বয়, পেশাগত কাজে ঐক্যের বিকাশ আর সহকর্মীদের মধ্যে সম্প্রীতি তৈরি করবে। আমরা বিশ্বাস করি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ সংগঠন সুষ্ঠুভাবে এগিয়ে যাবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com