রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। রাঙ্গামাটি জোনের উদ্যোগে রবিবার সকালে কাউখালী উপজেলার ঘাগড়ার চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনী পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখানে বসবাসরত সকল জনগোষ্ঠী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পাহাড়ে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করাসহ এখানে বসবাসরত সাধারণ মানুষের উন্নয়নকে পিছিয়ে রেখেছে এখানকার আঞ্চলিক কিছু সশস্ত্র সংগঠন। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে সহযোগিতার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় দুইটি বিদ্যালয় ও একটি আবাসিক হোস্টেলের শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com