ডেস্ক রির্পোট:- একসময় জুয়ার ওয়েবসাইটের (বেটিং সাইট) সঙ্গে জড়িয়ে পড়েছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি তার ফেসবুকে এক ভিডিও পোস্টের মাধ্যমে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী। প্রভা জানিয়েছেন, এটি সম্পূর্ণই একটি ভুল বোঝাবুঝি, যার কারণে দীর্ঘ সময় ধরে তিনি নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। প্রভা জানান, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে। তারা গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দিলেও, জুয়া বা বেটিং সংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন করে। তিনি যেহেতু গেমস বা এই ধরনের সাইট সম্পর্কে মোটেও পরিচিত নন, তাই তিনি বারবার জানতে চেয়েছিলেন সাইটটি কিসের জন্য কাজ করবে। কোম্পানি তাকে জানায় যে, এটি মূলত টি-টোয়েন্টি খেলা ও বিভিন্ন গেম দেখাবে।
প্রভা জানান, চুক্তি স্বাক্ষরের দিন একটি ছোট ভিডিও ক্লিপ দিতে বলা হয়। টোকেন মানি নেয়ার পর তিনি শুধুমাত্র এটি বলে একটি ভিডিও ক্লিপ দেন যে, তিনি এই সাইটের সঙ্গে আছেন। ভিডিওটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে দর্শকদের মন্তব্যের মাধ্যমে প্রভা জানতে পারেন যে, এটি আসলে একটি জুয়া বা বেটিং সাইটের প্রচার। প্রভা বলেন, আমি তো আর জানতাম না যে, এটা একটা বেটিং, যেটা খুবই ভুল এবং অবৈধ। রাইট? পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে মানুষজন যখন আমাকে বললো যে, এটা নেগেটিভ কাজ করছেন, তখনই আমার টনক নড়লো। এরপর তিনি দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে জানায় যে, তিনি হয়তো বেটিং ওয়েবসাইটের অর্থ জানেন না। প্রভা তখন তাদের জানান, তিনি অজ্ঞতার কারণেই বারবার জিজ্ঞেস করেছিলেন এটি কিসের গেম। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রমোশন কাজ থেকে সরে দাঁড়ান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com