বিনোদন ডেস্ক:- হাতের অনামিকায় হীরের আংটি জ্বলজ্বল করছে অভিনেত্রী রাশমিকা মান্দানার। আর তা দেখার পর থেকেই রটে গিয়েছিল যে, বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন অভিনেত্রী। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত। এরপর শোনা যায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে আয়োজিত হচ্ছে তাদের বিয়ের আসর। এসব আলোচনায় সিলমোহর না দিলেও অস্বীকারও করেননি নায়িকা। তবে, লাগাতার বিয়ে নিয়ে নানা আলোচনা দেখে কিছুটা বিরক্ত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে রাশমিকা বলেন, আমি এই নিয়ে কিছু বলতেই চাই না। বিয়ে বা সম্পর্কে সিলমোহরও দিতে চাই না। আবার অস্বীকারও করতে চাই না। আমাদের যখন মনে হবে এটা নিয়ে জনসমক্ষে বলা উচিত, আমরা নিশ্চয়ই তা আনুষ্ঠানিকভাবে জানাবো। আমার মনে হয়, ততক্ষণ আমাদের সবটা ব্যক্তিগত রাখতে দিলেই ভালো। কারণ, সব মানুষেরই ব্যক্তিগত জীবন আছে। সেটাকে সম্মান জানানো উচিত। প্রসঙ্গত, বিগত আট বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন বিজয়-রাশমিকা। কিন্তু সম্পর্কের কথা কোনোদিনই স্বীকার করেননি তারা। কখনো শহরের ইতি-উতি তাদের ডেট করার ছবি লেন্সবন্দি হয়েছে, কখনো আবার তাদের সোশ্যাল মিডিয়ায় একই গন্তব্যে আলাদা ফ্রেমে দেখা গেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com