রাঙ্গামাটি:- আন্দোলনের মুখে স্থগিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার আবারও নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাঙ্গামাটি জেলা পরিষদ।
আজ সকালে আন্দোলনকারী পরীক্ষাথীদের সাথে পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২১ নভেম্বর পুনরায় শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্টিত হবে।
আগামী ১৪ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। গত ১১ নভেন্বর জেলা পরিষদ এক বিবৃতি দিয়ে পরীক্ষা স্থগিত করে।
এর পর পরীক্ষার্থীরা আন্দোলন শুরু করে। আন্দোলন কারীরা জেলা পরিষদের সকল গেটে তালা দিয়ে বিক্ষোভ করে আসছিল পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত ২০২২ সাল থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ বন্ধ আছে। ইতিমধ্যে ৫৮৯ টি শূণ্যপদ সৃষ্টি হয়েছে। এ পরীক্ষায় ৬৬৪৮ জন আবেদন করেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com