রাঙ্গামাটি:- সামনে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রাক-প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ জুমসভা অনুষ্ঠিত হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।
তারা জানান, জেলা প্রশাসক মো. হাবিব উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলার সব নির্বাহী বিচারক, ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। এ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলাভিত্তিক কাজের অগ্রগতি, সম্ভাব্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে সংসদের ২৯৯ পার্বত্য রাঙ্গামাটি আসনের নির্বাচনি এলাকায় ২৯৩ ভোট কেন্দ্রের মধ্যে হ্যালিপ্যাড ২০টিসহ দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ও কারিগরি কার্যক্রম বৃদ্ধির জন্য যেসব প্রকল্প ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে যেমন- রাস্তা সংস্কার, বিদ্যুৎ সংযোগ স্থাপন, খাবার পানি ব্যবস্থাকরণ, ভোট কেন্দ্র মেরামতসহ সব কার্যক্রম নির্বাচনি তফসিল ঘোষণার আগেই শেষ করতে কাজের তদারকি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আরপিওতে গুরুত্বপূর্ণ সংশোধনী যেমন- আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞাসহ প্রয়োজনীয় বিষয় নিয়েও জেলা নির্বাচন অফিসার সভায় গুরুত্বারোপ করেছেন।
পাশাপাশি এআই জেনারেটেড অপপ্রচারসহ সব ধরনের গুজব বা ভুল ও ভুয়া তথ্য মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার জন্য সব রাজনৈতিক ও ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয় ওই সভায়।
জেলা প্রশাসক মো. হাবিব উল্লা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা প্রাক-প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছি। তফশিল ঘোষণার আগেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাঙ্গামাটি জেলায় একটি মাত্র আসন। এ আসনে ২৯৩ ভোট কেন্দ্রের মধ্যে হ্যালিপ্যাড কেন্দ্র আছে ২০টি। এসব কেন্দ্রে রাস্তা সংস্কারসহ মেরামত কাজ করা হচ্ছে। বিশেষ করে দুর্গম কেন্দ্রগুলোতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও প্রযুক্তির বিষয়টি মূল্যায়ন করা হয়েছে ওই সভায়। এসব বিষয়ে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলে দেওয়া হয়েছে।যুগান্তর
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com