রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া চায়েরি বাজার এলাকায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক পাইশিথোয়াই মারমা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় দুর্ঘটনায় আহত হয়েছে নিহত পাইশিথোয়াই এর স্ত্রী ও দুই শিশু সন্তান। রবিবার দুপুর দেড়টায় বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ভ্যানটির চালক আব্দুর রহিমকে (৩৮) পুলিশ আটক করেছে।
দুর্ঘটনায় নিহত- মোটরসাইকেল চালক পাইশিথোয়াই, কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে। এবং বেতবুনিয়ার কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- রবিবার দুপুর দেড়টায় কাউখালী উপজেলার বেতবুনিয়া চায়েরি বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্ট্রো ম- ১৩- মোটরসাইকেলকে(চট্টমেট্ট্রা ল- ১৩-১২৩৯) চাপা দেয়। এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহতে হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশর্^বর্তী উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় পাইশিথোয়াই এর স্ত্রী থুইপ্রুমা মারমা, আট বছর বয়সী মেয়ে মাসিসিং মারমা ও তিন বছর বয়সী ছেলে হ্লাসাইউ মারমা আহত হন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, কাভার্ট ভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যানের চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com