ডেস্ক রির্পোট:- ইউক্রেনে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, সরকারি কর্মকর্তারা জানান, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত চলা এ হামলায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন এবং হাজার হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর এক টেলিগ্রাম বার্তায় জানায়, রুশ বাহিনী দনিপ্রোপেত্রোভস্ক ও ওডেসা অঞ্চলে হামলা চালিয়েছে। এতে ছয়জন নিহত হয়েছে, তাদের মধ্যে দুই শিশু রয়েছে।
এদিকে, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় প্রায় ৫৮ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com