ডেস্ক রির্পোট:- রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুর উদ্দিন জুয়েল চৌধুরীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১৯ অক্টোবর) রাউজান থানা পুলিশ তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া।
তিনি জানান, চেক প্রতারণা তথা এনআই এক্ট মামলার ওয়েরেন্টের ভিত্তিতে জুয়েলকে গ্রেপ্তার করা হলেও গত ২৯ জুলাই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে সাবেক ছাত্রনেতা জুয়েল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদস্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। গ্রেপ্তার নুর উদ্দিন জুয়েল চৌধুরী রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বক্স এলাহি চৌধুরী বাড়ির মৃত মুছা প্রকাশ ইছা চৌধুরীর ছেলে।
পরিবারের দাবি গত শুক্রবার সকালে ডিবি অফিসের পরিচয় দিয়ে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিরা জুয়েল চৌধুরীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে জুয়েল চৌধুরী নিখোঁজ থাকার দাবি করে আসছিল তার স্ত্রী ফিরোজা চৌধুরী।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার রাউজান থানার এসআই আবদুর রশিদসহ সিএমপি ডিবি ও এলআইসির সহযোগিতায় রাউজান থানার মূলতবি সাজা গ্রেপ্তারি পরোয়ানা সিআর মামলায় (এনআই এক্ট) সিএমপি পুলিশ কমিশানারের কার্যালয়ের এলাআইসি শাখা থেকে নিয়ে জেলা গোয়েন্দা শাখা রাখার পর ২৯ জুলইয়ের মামলায় গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com