বান্দরবান:- বান্দরবানের থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
বিজিবি জানায়, জেলার থানচি উপজেলার বলিপাড়া ৩৮ বিজিবির তত্ত্বাবধানে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনপূর্বক অভিযান চলমান রয়েছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে উক্ত টাস্কফোর্স দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমের মাধ্যমে ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরাকে (৩৩) আটক করে। পরে অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রো (৬০) কে আটক করে বিজিবি। অভিযানে অ্যামুনিশন– ৩০ রাউন্ড, ১টি গ্রেনেড, ১টি ম্যাগজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি মর্টারের গোলার বক্স, ২টি গাদা বন্দুক, ২টি মোবাইল এবং ১টি কৃষি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com