রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে পুলিশের চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে রাঙ্গামাটি সদর উপজেলা শাখার নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে মাসুদ রানা হামিদকে গ্রেফতার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্টের আওতায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া প্রবর্তনের কাজ চলছে।
পুলিশ জানায়, সদর উপজেলা ছাত্রলীগের নেতা মাসুদ রানা হামিদ সম্প্রতি রাঙ্গামাটি শহরে নিষিদ্ধ সংগঠনের হয়ে নানামুখী তৎপরতা চালিয়ে আসছিলেন।
এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছিলো বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাঙ্গামাটি জেলায় সন্ত্রাস ও অবৈধ সংগঠনের তৎপরতা দমনে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com