রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আরফান আলীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আরফান নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলার ২০২৪ সনের বার্ষিক সম্মেলনের দপ্তর উপ-কমিটির আহবায়ক ও এরআগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলো বলে জানাগেছে।
কোতয়ালী থানা পুলিশ আরফানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলো। অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে প্রাপ্ত আরো অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
জানাগেছে, পেশায় কাঠ ব্যবসায়ি ও ঠিকাদার আরফান আলী বুধবার সন্ধ্যারাতে শহরের বনরূপাস্থ স’মিল এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে তাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশের একটি দল।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ সদস্যরা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন আরফানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে এবং আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com