ডেস্ক রির্পোট:- ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সিদোয়ারজো শহরে একটি বহুতল বোর্ডিং স্কুল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) ধ্বংসস্তূপের নিচ থেকে আরও কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়। তবে দুর্যোগের কয়েকদিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৫৯ জনের মধ্যে আর কারও জীবিত থাকার কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নামাজের জন্য শিক্ষার্থীরা জড়ো হওয়ার সময় স্কুলের একটি অংশ হঠাৎ ধসে পড়েছিল।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও সাংবাদিকদের জানান, শুক্রবার অজু এলাকায় চাপা পড়ে থাকা দুই ছাত্রের মৃতদেহ পাওয়া যায়। পরে সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান নানাং সিগিত নিশ্চিত করেন, কাছাকাছি আরও একটি মৃতদেহ পাওয়ায় মৃতের সংখ্যা মোট আটজনে দাঁড়িয়েছে। এই তিনটি মৃতদেহ উদ্ধারের আগে নিখোঁজ ৫৯ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছিল।
উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান অত্যন্ত জটিল, কারণ এক জায়গায় কোনো কম্পন সৃষ্টি হলে তা অন্যান্য এলাকায় প্রভাব ফেলতে পারে। তবে নিখোঁজদের পরিবার বৃহস্পতিবার (২ অক্টোবর) ভারী যন্ত্রপাতি ব্যবহারের জন্য একমত হয়েছে।
ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য কমপক্ষে একটি ক্রেন মোতায়েন করা হয়েছিল, তবে ৭২ ঘণ্টার সুবর্ণ সময় শেষ হয়ে যাওয়ায় উদ্ধার প্রচেষ্টা দ্রুত করার জন্য আরও ক্রেন প্রয়োজন বলে আশা করা হচ্ছে। এছাড়া মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে একটি ভূমিকম্প আঘাত হানায় উদ্ধার অভিযান আরও জটিল হয়ে পড়ে ও কিছুক্ষণের জন্য অনুসন্ধান কাজ বন্ধ রাখতে হয়েছিল।
বিপর্যস্ত পরিবারগুলো তাদের প্রিয়জনদের খবরের জন্য ঘটনাস্থলের কাছে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে, ধসের কারণ অনুসন্ধান অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, প্রাথমিক লক্ষণগুলো নিম্নমানের নির্মাণের দিকে ইঙ্গিত করছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com