রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই কলেজছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন। গত মঙ্গলবার রাতে রাঙ্গামাটির নানিয়ার চর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার নিখোঁজ ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নৌকাডুবির ঘটনায় কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান নিখোঁজ হন। বৃহস্পতিবার দুপুরে চেঙ্গী নদীর নৌকাডুবির আশপাশ এলাকা থেকে ভেসে ওঠে ডেনিজেন চাকমার মরদেহ। পরে স্থানীয়দের সহায়তায় আইনশৃঙ্খলাবাহিনী মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নানিয়ার চর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানান, ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি একজনকে উদ্ধারে স্থানীয় ডুবুরি দল কাজ করছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com