ডেস্ক রির্পোট:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে গাজার শাসনভার হামাসের হাতে না থাকাসহ ২০-দফা প্রস্তাবনা দিয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাতে সম্মতি দিয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু উভয়েই এ বিষয়ে কথা বলেন।
ট্রাম্পের উত্থাপন করা এ প্রস্তাব এখন গাজার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন- হামাসের অনুমোদনের জন্য অপেক্ষায়।
যদি উভয় পক্ষ চুক্তিতে সম্মত হয় তাহলে ‘শিগগিরই’ গাজা যুদ্ধের অবসান ঘটবে।
ট্রাম্প জানিয়েছেন, তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ ‘বেশ কয়েকটি’ দেশের সাথে এ ব্যাপারে আলোচনা করেছেন। বলেছেন, তারা এ ব্যাপারে ‘অনেক বেশি’ যুক্ত।
প্রস্তাবনা অনুযায়ী, হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে।
পরিকল্পনায় বলা হয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি সংলাপের আয়োজন করবে যুক্তরাষ্ট্র। এবং ইসরাইল চুক্তিতে রাজি হলে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব ইসরাইলি পণবন্দীকে মুক্তি দিতে হবে।
এছাড়া উল্লেখযোগ্য যেসব বিষয় রয়েছে ২০-দফা প্রস্তাবনায় :
- কাউকে গাজা ছাড়তে হবে। উপত্যকাটি নতুন করে গঠন করা হবে।
- ইসরাইল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে আটক করা ১ হাজার ৭০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিবে।
- এ সময়ে ইসরাইলি সকল সৈন্য প্রত্যাহারের জন্য সব ধরনের সামরিক অভিযান বাতিল করা হবে।
- হামাস সদস্যদের যারা শান্তি স্থাপনে সম্মত হবে তারা দায়মুক্তি পাবে এবং কোনো দেশ যদি তাদের গ্রহণে আগ্রহ দেখায় তাহলে তাদের নিরাপদ প্রস্থানের সুযোগ দেয়া হবে।
- স্থানীয় ও আন্তর্জাতিক বাহিনী গাজার নিরাপত্তা দেবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে।
- গাজায় ত্রাণ সহায়তা পুরোদমে চালু হবে।
এদিকে, সোমবার ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বৈঠকের সময় তারা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানির সাথে কথা বলেন। ফোনালাপে চলতি মাসের শুরুতে কাতারে হামলা চালানোর ঘটনায় আল-থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু। সূত্র : আল জাজিরা, বিবিসি
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com