বান্দরবান:- প্রায় আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে বান্দরবানে অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট ও দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেউক্রাডং পাহাড়। শনিবার (২৭ সেপ্টম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, আগামী পহেলা অক্টোবর থেকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেউক্রাডং পাহাড় খুলে দেয়া সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও বন্ধ থাকা সেসব পর্যটন স্পট আছে সেগুলো পর্যায়ক্রমে খুলে দেয়া হবে।
২০২২ সালের ১৭ অক্টোর থেকে নিরাপত্তা জনিত কারণে ক্রমান্বয়ে বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। চলতি বছরের ৫ জুন সকল উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও কয়েকটি পর্যটন কেন্দ্র ভ্রমণ সীমিত রাখা হয়। এছাড়া ২০২৪ সালে ২ ও ৩ এপ্রিল কেএনএফ সদস্যদের ব্যাংক ডাকাতির ঘটনায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর আইনশৃংখলা ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় আগামী পহেলা অক্টোবর থেকে রুমা উপজেলার এই অনন্য পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হবে বলে জানানো হয়।
রুমা উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরী বলেন, পর্যটন সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যেতে বগা লেক, কেউক্রাডং ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। আর আগামী পহেলা অক্টোবর থেকে কেউক্রাডং খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা নির্বিঘ্নে ঘোরাঘুরি করতে পারবেন।
জেলা প্রশাসক শামিম আরা রিনি জানান, যেসব দুর্গম এলাকার পর্যটন কেন্দ্র রয়েছে বিশেষ করে দুর্গম এলাকার রেমাক্রী, নাফাকুম, আমিয়াখুম, সাতভাইখুম খুলে দেয়ার জন্য আলোচনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই সেসব পর্যটন স্পটও খুলে দেয়া হবে। তবে কবে নাগাদ খুলে দেয়া হবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com