ডেস্ক রিরোট:- মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের আগে ওই মন্তব্য করেছেন ট্রাম্প। সোমবার তার সঙ্গে সাক্ষাতের কথা আছে ট্রাম্পের। তিনি বলেন, গাজা চুক্তি প্রায় কাছাকাছি। গাজা যুদ্ধ বন্ধে বৈশ্বিক চাপের মুখে আছে ইসরাইল। সম্প্রতি বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের অতি জাতীয়তাবাদীরা বার বার পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছে।
বৃটেন ও জার্মানি জানিয়েছে, তারা ইসরাইলকে পশ্চিম তীর দখলের বিষয়ে সতর্ক করেছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, ইসরাইলের কার্যক্রম নৈতিক, আদর্শগত ও রাজনৈতিকভাবে অসহনীয়। বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি নেতানিয়াহু ও মধ্য প্রাচ্যের নেতাদের সঙ্গে কথা বলেছেন। বলেন, আমরা গাজা বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি। বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন মাহমুদ আব্বাস। বলেছেন, ইসরাইল ও ফিলিস্তিনিদের জন্য একটি শান্তি চুক্তি বাস্তবায়নে তিনি বিশ্বনেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি ফিলিস্তিনকে যেসব রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় নিউইয়র্ক ভ্রমণ করতে পারেননি ৮৯ বছর বয়সী মাহমুদ আব্বাস। তিনি স্পষ্ট করে বলেন, শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। বলেন, ইসরাইলি সেনা প্রত্যাহারের পর গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিন রাষ্ট্র নেবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com