স্পোর্টস ডেস্ক:- খাদের কিনারে দাঁড়িয়ে ছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। দুই দলই সুপার ফোরের প্রথম ম্যাচ হেরেছিল। দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচাল পাকিস্তান। অন্যদিকে দুই ম্যাচেই হেরে বিদায়ের শঙ্কা প্রকট হলো শ্রীলঙ্কার।
মঙ্গলবার দুবাই স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় পাকিস্তান। দ্বিতীয় বলেই শ্রীলঙ্কা উইকেট হারায়। ওই ধারা আর থামেনি। শেষ ওভার পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়েছে এশিয়া কাপের গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ৮ উইকেটে ১৩৩ রানে আটকে যায়। জবাবে ২ ওভার থাকতর জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান।
এর আগে ব্যাট হাতে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস শূন্য করে ফেরেন। পাথুম নিশাঙ্কা ৮ রান করে সাজঘরের পথ ধরেন। তিনে নামা কুশল পেরেরা (১৫) সেট হয়ে আউট হন। অধিনায়ক চারিথা আশালঙ্কার ইনিংসও বড় হয়নি। তিনি ২০ রান করে ফিরে যান। পাঁচে নামা কামিন্দু মেন্ডিস এক প্রান্তে লড়াই করে ১৯ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। তিনি ৪৪ বলে ৫০ রান করে আউট হন। তিনটি চার ও দুটি ছক্কা মারেন।
শেষটায় ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৫ ও পেসার চামিকা করুনারত্নে ১৭ রানের ইনিংস খেলেন।
পাকিস্তান ওপেনিংয়ে ৪৫ রানের ভালো শুরু পেলেও ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে। ৮০ রানে হারায় পঞ্চম উইকেট। পরের পথটা পাড়ি দেন হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। এর মধ্যে পেস অলরাউন্ডার তালাত ৩০ বলে ৩২ রান করেন। নওয়াজ ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হ্যারিস রউফ ৪ ওভারে ৩৭ ও হুসেইন তালাত ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com