ডেস্ক রির্পোট:- ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তালিকায় যুক্ত হলো ইউরোপের আরো এক দেশ। লুক্সেমবার্গের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাওয়া এই দেশটি হচ্ছে পর্তুগাল। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে যে তারা রবিবার ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।
ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে, পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।’ আরো বলা হয়, ‘আজ ২১ সেপ্টেম্বর এই স্বীকৃতি দেওয়া হবে। উচ্চ পর্যায়ের বৈঠকের আগে।’
আগামীকাল সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে বৈঠকটির আয়োজন করছে।
পর্তুগালের দৈনিক কোরিও দা মানহা জানিয়েছে, দেশটির মধ্য-ডানপন্থী প্রধানমন্ত্রী লুই মন্তিনিগ্রো এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সঙ্গে আলোচনা করেছেন। এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যু নিয়ে পর্তুগালের পার্লামেন্টে ১৫ বছরের বিতর্কের অবসান হলো বলেও আলজাজিরার সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের ফলে সৃষ্ট সংঘাত ও মানবিক বিপর্যয় ঠেকাতে পর্তুগাল গত জুলাইয়ে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com