রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড কার্যালয়ের মধ্যস্থতায় পারিবারিক আদালত আইন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, পিতামাতা ভরণপোষণ আইন, যৌতুক নিরোধ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ৮টি মামলায় বাদী সরাসরি আদালতে মামলা দায়ের করতে পারবেন না। প্রথমে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করতে হবে।
সমঝোতা ব্যর্থ হলে চিফ লিগ্যাল এইড অফিসারের সনদের মাধ্যমে আদালতে মামলা করা যাবে। এতে আদালতে মামলার জট কমবে এবং সরাসরি মামলা দায়েরের আগে আপস-মীমাংসার চেষ্টা করতে হবে।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১১১ নম্বর কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান রাঙ্গামাটি জেলা সিনিয়র সহকারী জজ মো. আমানত উল্লাহ শাহিন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com