রাঙ্গামাটি:- উজানের পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর আবারও বিপৎসীমা পার করেছে। অতিরিক্ত পানি কমাতে ফের তৃতীয় দফায় ৬ ইঞ্চি করে উঠিয়ে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ের ১৬টি গেট। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে ভাটি এলাকার কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানা গেছে।
রাঙ্গামাটির কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বৃষ্টিপাত হওয়ায় উজানের পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে। এতে বিপৎসীমা পার হওয়ায় সোমবার বিকাল ২টা ৪৫ মিনিটে বাঁধের স্প্রিলওয়ের ১৬টি দরজা খুলে দিয়ে হ্রদ হতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।
তিনি বলেন, এদিন বেলা আড়াইটার দিকে কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৮ দশমিক ৬৫ ফুট বা এমএসএল (মীনস সী লেভেল) অতিক্রম করে। হ্রদে সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট। এর ১০৮ ফুট হলেই বিপৎসীমা। এর আগে উজানের পাহাড়ি ঢলে দুই দফায় হ্রদ হতে পানি নিষ্কাশন করতে হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com