ডেস্ক রির্পোট:- নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত অনুষ্ঠান থেকে আটক সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৫জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, ঢাকা রিপোর্টার ইউনিটি (ডিআরইউ) থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে। আপাতত সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, তাদের মোবাইলে উসকানিমূলক বক্তব্য পাওয়া গেছে। তাদের অনলাইন এক্টিভিটি যাচাই করে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত সভার এক
পর্যায়ে কিছু লোক বাধা সৃষ্টি করেন। তারা সভার অতিথি ও আয়োজকদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেন। সভা ভন্ডুলকারীদের দাবি পতিত আওয়ামী লীগের পক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com