ডেস্ক রির্পোট:- পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের ঝোব জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানেই নিহত হয়েছেন ৪৭ সন্ত্রাসী। সীমান্তবর্তী এ এলাকায় পাকিস্তানি সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে সংঘাতে এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সূত্রে খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
এই ঘটনা ঘটেছে মঙ্গলবার, যখন আফগানিস্তানের সীমান্তবর্তী সাম্বাজা সীমান্ত দিয়ে একদল অনুপ্রবেশকারী পাকিস্তানে ঢুকতে চেয়েছিল। সীমান্তে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। জবাবে অনুপ্রবেশকারীরাও পাল্টা গুলি ছোড়ে। সংঘর্ষে নিহত হন ৪৭ জন অনুপ্রবেশকারী। কর্মকর্তারা জানান, নিহতদের অধিকাংশ আফগান নাগরিক এবং তারা আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। পাকিস্তানের তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবানে যোগ দিতে তারা ঝোব সীমান্তে প্রবেশ করেছিল।
নিরাপত্তা বাহিনী জানায়, অভিযানে তাদের কতজন নিহত হয়েছেন তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশ মারা গেছে এবং বাকিরা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে পালিয়ে গেছে। ২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানে ক্ষমতাসীন হওয়ার পর থেকে সীমান্তবর্তী পাকিস্তানি প্রদেশ বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। পাকিস্তানের থিঙ্কট্যাংক পিক্সের তথ্য অনুযায়ী, গত জুন মাসে পাকিস্তানে ৭৮টি সন্ত্রাসী হামলায় ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তথ্যসূত্র : জিও নিউজ
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com