রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক আইসিইউ স্থাপন এবং উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরনের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
আজ ২৬শে আগস্ট মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের অফিসের সামনে রাঙ্গামাটি ইয়ুথ মিশন এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব
ওয়াহিদুজ্জামান রোমান , মোস্তাফা রাজু, উক্ত সংগঠনের সভাপতি সিয়াম মাহমুদ সাধারণ সম্পাদক মোঃ নয়ন , যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী দপ্তর সম্পাদক সাব্বির হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক আইসিইউ প্রতিস্থাপন এবং উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ এখন সময়ের দাবি। পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে এবং স্বাস্থ্য খাতে বৈষম্য দূর করে রাঙ্গামাটিতে উন্নত চিকিৎসা সুবিধা প্রতিষ্ঠার দাবি জানায়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com