বান্দরবান:- বান্দরবানের অবৈধ ও বৈধভাবে গড়ে উঠা ৭৬ টি ইটভাটার কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক। গত রবিবার জেলা প্রশাসক শামিম আরা রিনি স্বাক্ষরিত করা হয়৷ আজ মঙ্গলবার দুপুরে এই গণবিজ্ঞপ্তিতে বন্ধের ঘোষনা তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধসহ কাঠ ও বনজদ্রব্য ব্যবহারকারী অবৈধ ভাটাব্যবহারকারী বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে করা পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ শে জুলাই তারিখে স্মারক নং নির্দেশনার আলোকে বায়ু দূষণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র রক্ষায়
বান্দরবান পার্বত্য জেলায় অবৈধ অনুমোদিত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে একাতা প্রস্তুত ও ভাতা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জনস্বার্থে এই গনা বিজ্ঞপ্তি জারি করা হলো।
বান্দরবানের সাতটি উপজেলায় ৭৬টি অবৈধ ইটভাটা রয়েছে। ইটভাটা পরিচালনায় পরিবেশ ছাড়পত্র, জেলা প্রশাসন এবং বন বিভাগের অনুমতি লাগে। কিন্তু এসব ভাটার মালিকেরা মৌসুম আসলে পাহাড় ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট চালু করা হয় অবৈধ ইটভাটা। যার ফলে আশেপাশে যেসব প্রাকৃতিক সবুজের ঘেরা নষ্ট হয়ে যায়। সরকার এসব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া ফলে আবারো নতুন রুপে ফিরবে প্রাকৃতিক সবুজের বনায়ন।
জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেন, বান্দরবানে সবগুলো ইটভাটা অবৈধ তাদের কোন বৈধ অনুমোদন নাই। তাই বন্ধ করে দেয়া হয়েছে। যদি কেউ চালু করে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com