কক্সবাজার:- কক্সবাজারে চার লাখ ৬০ হাজার ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় জড়িত সন্দেহে ৯ জনকে আটক এবং ইয়াবা বহনকারী মাছ ধরার বোটটি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শহরের ২ নম্বর ওয়ার্ডের ফিশারিঘাটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
আটকরা বেশিরভাগই টেকনাফের বাসিন্দা। ট্রলারের বিভিন্ন গোপন প্রকোষ্ঠে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১৪ কোটি টাকা।
র্যাবের ধারণা, মাছ ধরার নৌকা সাগরে মাছ ধরার পরে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে কক্সবাজার শহর বা মহেশখালী আসার চেষ্টা করছিল।
র্যাব-১৫ এর ভাষ্য অনুযায়ী, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সমুদ্রপথে মিয়ানমার থেকে অভিনব কৌশলে ইয়াবার চালান পাচার করছিল। এই চালানটি মহেশখালী রুটে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর পরিকল্পনা ছিল।
র্যাব কর্মকর্তারা জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে চালানটি কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছিল। এই মাদকচক্রের মূলহোতাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নুনিয়াছড়া ফিশারিঘাট ও ৬ নম্বর ঘাট দীর্ঘদিন ধরে ইয়াবা চোরাচালানের নিরাপদ রুট হিসেবে পরিচিত। মাদক কারবারিরা এই রুট ব্যবহার করে টেকনাফ থেকে বিভিন্ন অভিনব কৌশলে মাদক আনা-নেওয়া করে থাকে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com