রাঙ্গামাটি;-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙ্গামাটি জেলা ইউনিটের সাবেক কর্মকর্তা রাসেল রানা পারিবারিক সফরে রাঙ্গামাটি আগমন করেছেন। তাঁর আগমনে শুক্রবার দুপুরে জেলা ইউনিটের পক্ষ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
রাঙ্গামাটি জেলা ইউনিটের যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুব সংগঠক মো. মেহেরাজ উদ্দীন শান্ত, মো. নুরুল আমিন, মো. সাকিল, মো. সাজিদসহ অন্যান্য সক্রিয় যুব সদস্যরা।
সাবেক WASH প্রজেক্ট অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে রাসেল রানা রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে সুপেয় পানি সরবরাহ, স্বাস্থ্যবিধি সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় অসামান্য ভূমিকা রাখেন। তাঁর উদ্যোগে বহু পরিবার স্যানিটেশন সুবিধা ও নিরাপদ পানির সুযোগ পায়। এ ছাড়া তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক নেটওয়ার্ককে সুসংহত করতে উল্লেখযোগ্য অবদান রাখেন।
শুভেচ্ছা জানাতে গিয়ে যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর বলেন, রাসেল রানা ভাই দায়িত্বকালে যে নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত রেখেছেন, তা আমাদের জন্য এক অনন্য প্রেরণা। তিনি সবসময় তরুণদের পাশে ছিলেন। যুব সদস্য মো. মেহেরাজ উদ্দীন শান্ত বলেন। রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার স্কুল। রাসেল রানা ভাইয়ের আগমন আমাদের সেই মানবিক চেতনা আরও জাগ্রত করল।”
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে রাসেল রানা বলেন। রেড ক্রিসেন্ট একটি মানবিক পরিবারের নাম। রাঙ্গামাটিতে কাজ করার অভিজ্ঞতা আমার জীবনের অমূল্য সম্পদ। এখানকার মানুষ আমাকে শিখিয়েছে কীভাবে দুর্যোগ ও কষ্টের মাঝেও একে অপরের পাশে থাকতে হয়। ভবিষ্যতেও আমি মানবতার এই যাত্রায় পাশে থাকতে চাই।
বর্তমানে রাঙ্গামাটি জেলা ইউনিট দুর্যোগ মোকাবিলা, ত্রাণ বিতরণ, যুব নেতৃত্ব বিকাশ, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকায় রেড ক্রিসেন্টের কার্যক্রম স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।
জনাব রাসেল রানার আগমন রাঙ্গামাটির তরুণ স্বেচ্ছাসেবকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁর মতো অভিজ্ঞ মানবিক কর্মীর সঙ্গে পুনর্মিলন রেড ক্রিসেন্ট পরিবারের জন্য এক আনন্দঘন মুহূর্ত হয়ে উঠেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com