রাঙ্গামাটি:- রাঙ্গামাটির ঐতিহ্যবাহী উইন স্টার স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । এতে সভাপতি মো: শাহীন আলম, সাধারণ সম্পাদক মো: দিদারুল আলম ও সাংগঠনিক সম্পাদক পদে সুমন দত্ত নির্বাচিত হন। নতুন এই কমিটি আগামী তিন বছর হাসপাতাল এলাকায় অবস্থিত জেলার ঐতিহ্যবাহী ক্লাবের নেতৃত্ব দিবেন।
শুক্রবার বিকালে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে ক্লাবের সভাপতি মো: শাহীন আলম এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে প্রাথমিকভাবে পাঁচটি পদে নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়। অন্য দুইটি পদে যথাক্রমে অর্থ সম্পাদক স্বপন কুমার দেব ও দপ্তর সম্পাদক :পার্থ সারথি দাশকে নির্বাচিত ঘোষনা করা হয়।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, আমরা রাঙামাটির ক্রীড়াঙ্গনে আরো বেশী কার্যকরী ভুমিকা রাখার পাশাপাশি নতুন নতুন খেলোয়াড় তৈরী করে জেলার নাম উজ্জ্বল করার লক্ষ্যে কাজ করে যাবো। উইন স্টার স্পোর্টিং ক্লাব সকল ক্রীড়ামোদী সকরের সহযোগীতা কামনা করছি
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com