রাঙ্গামাটি:-বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। শোভাযাত্রায় জেলা-উপজেলার নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে যোগ দেয়।
এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবু নাসেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিএনপি সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তবে শুধু ভোট নয়, যে কোনো প্রতিকূল পরিস্থিতিও মোকাবিলা করার জন্য নেতাকর্মীরা যাতে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকেন- সেটাকে বেইজ করেই স্বেচ্ছাসেবক দল কাজ করছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com