বান্দরবান:- বান্দরবানে রুমায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ৫ বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক বিচারে ৫০ হাজার টাকা জরিমানার অজুহাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে জেলার রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায়।
ধর্ষণকারীরা হলেন- রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা ক্যাহ্লা ওয়াইং মারমা, ক্যওয়ং সাই মারমা, চহাই মারমা, উহাই সিং মারমা এবং ক্য সাই মার্মা।
এদিকে খবর পেয়ে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আটককৃতদের নাম এখনতো পাওয়া যায়নি।
জানা যায়, চলতি মাসের শুরুতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা রাংমেশে মারমা'র ছেলে শৈহাইনু মার্মা। পরে তার মাধ্যমে অন্য বন্ধুরা বিষয়টি জানতে পারলে সে অজুহাতে তারা ৫ বন্ধু মিলে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে একে একে ধর্ষণ করে। পরে ধর্ষিত ছাত্রী কোন উপায় না পেয়ে ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনা পাড়ায় জানাজানি হয়।
বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পাড়ায় সামাজিক বিচার বসিয়ে ৫০ হাজার টাকার জরিমার অজুহাতে ৫ ধর্ষণকারীকে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠেছে পাইন্দু ইউপি'র ২নম্বর ওয়ার্ডের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত পাইন্দু ইউপি আ.লীগের সাংগঠনিক সম্পাদক গংবাসে মারমা, পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মার্মা ও পাইন্দু পাড়ার কারবারী (পাড়া প্রধান) থোয়াইসা মারমার বিরুদ্ধে।
এদিকে এঘটনার পর স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষনের ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। বাকীদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com