রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী উপজেলার দুর্গম যৌথখামার এলাকায় আগুনে পুড়ে যাওয়া দিন মজুর ক্যাথোয়াইচিং মারমাকে (৪৮) নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সদর সেনা জোন।
শনিবার সকাল ১০টায় উপজেলার দুর্গম যৌথখামারে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, এসইউপি, পিএসসি। এসময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, রাঙ্গামাটি সদর জোনের ৬০ ইবি এর ক্যাপ্টেন সাদেকী আরাফান নিলয়, কাউখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব হোসেন শাওন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন সহ স্থানীয় হেডম্যান কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৬ জুলাই কাউখালীর যৌথ খামার এলাকায় দিন মজুর ক্যাথোয়াইচিং মারমার বাড়িটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে পুরো পরিবার গৃহহীন হয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সেনা জোন ঘর নির্মাণের উদ্যোগ নেয়। দীর্ঘ এক মাসের কাজ শেষে শনিবার (১৬ আগস্ট) রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com