রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে কারাগারে বীর বাহাদুর(২৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনার আগেই কয়েদির মৃত্যু রয়েছে বলে জানান আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর।
রাঙ্গামাটি জেলা কারাগারের জেলার মজিবুর রহমার মজুমদার জানান, কারাগারে বন্দি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থতা বোধ করলে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বীর বাহাদুর মাদক মামলায় পাঁচ বছর এবং একটি চুরি মামলায় ছয়মাসের সাজা ভোগ করছিলেন।
তিনি আরও জানান, জেলা প্রশাসক থেকে ময়নাতদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর বলেন, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান কারাগার থেকে একজনকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে রাখা রয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com